Tuesday, 19 October 2021

শিক্ষণীয় গল্প -০৮


 ছলনাময়ী নারীর এক অসাধারণ গল্প ❤


গাঁয়ের এক যুবতী রমনী দুরের এক কূয়ো থেকে জল তুলছিল ।
পাশ দিয়ে এক এক বুজুর্গ লোক হেটে চলেছি।
যুবতীকে দেখে তার মনে হল,
এই নারী জাতির মাঝে এমন কী শক্তি ও কৌশল ও ছলনা রয়েছে,
যা দিয়ে তারা রাজাকে -ফকির, বীরকে ভীরু , পাথরকে - মোম, বুড়োকে যুবক বানিয়ে ইচ্ছেমত খেলাতে পারে ।
তখন মুরুব্বি এসে তার মনের কথাগুলো ঐ যুবতীকে বললো ।
মুরুব্বি কথা শুনে যুবতী তার শাড়ির অধিকাংশ খুলে ফেলল ।
চুল গুলো এলোমেলো করে, আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল ।
মুরুব্বি তখন মেয়েটিকে বললো, মা আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইলাম, আর তুমি কিনা আমার সাথে ছলনা করে, আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে ।
তিনি কেঁদে ফেললেন এবং বললেন এটাই কি তোমাদের আসল রূপ ।
ঐদিকে লোকেরা লাঠি নিয়ে ছুটে আসতে দেখল, তখন সে কূয়ো থেকে এক বালতি জল তুলে সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিলো এবং মুরুব্বি কাপড় ও কিছুটা ভিজিয়ে দিল ও জোরে জোরে হাঁপাতে লাগলো ।
লোকেরা এসে জিজ্ঞেস করলো মা তোমার কি হয়েছে? মেয়েটি বললো আমি কূয়োতে পড়ে গিয়ে চিৎকার করছিলাম তখন এই মুরুব্বি মানুষ টি আমাকে কষ্ট করে কূয়ো থেকে উঠিয়েছেন । তা না হলে আমি তো আজ মারাই যেতাম ।
তখন লোকেরা মুরুব্বি কে বাড়ি নিয়ে অনেক মেহমানদারী করলো ।
যখন তিনি চলে আসবেন তখন মেয়েটি এসে বললো,
" বাবা "
আপনার প্রশ্নের উত্তর কী পেয়েছেন?
কিছু কিছু নারী জাতিরা এই ভাবেই পুরুষদের শিকার করে থাকে। তাই সব সময় নারীদের কাছে ভদ্রতা বজায় রাখুন, আর ছলনাময়ী নারীর থেকে নিজেকে দূরে রাখুন , "নাগিনীর ছোবল খেয়েও অনেক মানুষ বেঁচে যায় । কিন্তু ছলনাময়ী নারীর ছোবলে বেঁচে থাকা বড় কঠিন ।
#Information: Collected.
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
❤ ধন্যবাদ❤

No comments:

Post a Comment

Featured Post

Samsung Galaxy S22 Ultra price in Bangladesh

Mobile Phone Price in Bangladesh   Samsung Galaxy S22 Ultra Brand:   Samsung Category: Smartp hones AT A  GLANCE: Display :  6.8" Dyna...