Wednesday, 20 October 2021

সাধারন জ্ঞান -১০


 


এশিয়া মহাদেশ সম্পর্কে তথ্য গুলো জেনে নেই ।


১। এশিয়া মহাদেশের আয়তন কত?
উঃ ৪,৪৪,৯৩,০০০ বর্গ কি.মি. ।
২। এশিয়া মহাদেশের মোট লোকসংখ্যা কত?
উঃ ৪৩৯ কোটি, ৩০ লাখ ।
৩। আয়তনে এশিয়ার বড় দেশ কোনটি?
উঃ রাশিয়া (১,৩১,০০০০০ বর্গ কি.মি.)।
[দ্বিতীয়ঃ চীন (৯৫,৯৬,৯৬১ বর্গ কি.মি.)]
৪। আয়তনে এশিয়ার ছোট দেশ কোনটি?
উঃ মালদ্বীপ (২৯৮ বর্গ কি.মি.)।
৫। জনসংখ্যায় এশিয়ার বড় দেশ কোনটি?
উঃ চীন (প্রায় ১৩৮ কোটি)।
৬। জনসংখ্যায় এশিয়ার ছোট দেশ কোনটি?
উঃ মালদ্বীপ (প্রায় ৪ লক্ষ)।
৭। এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি?
উঃ কাস্পিয়ান সাগর।
৮। এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উঃ বৈকাল হ্রদ।
৯। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
উঃ ইয়াং সিকিয়াং (৫,৯৮০ কি.মি.)।
১০। এশিয়া তথা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উঃ মাউন্ট এভারেস্ট।
১১। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত?
উঃ ৮,৮৫০ মিটার।
১২। পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়াতে বাস করে?
উঃ ৬০ ভাগ ।
১৩। এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি?
উঃ গোবি মরুভূমি।
#Information: Collected.
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
#পরবর্তী_পোষ্ট_পেতে_ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
♥️♥️♥️---------।। ধন্যবাদ ।।---------♥️♥️♥️

No comments:

Post a Comment

Featured Post

Samsung Galaxy S22 Ultra price in Bangladesh

Mobile Phone Price in Bangladesh   Samsung Galaxy S22 Ultra Brand:   Samsung Category: Smartp hones AT A  GLANCE: Display :  6.8" Dyna...