আপনার NID দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন হয়েছে?
আপনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও আঙুলের ছাপ ব্যবহার করে অজান্তে কেউ বাড়তি সিম নিবন্ধন করে নেয়নি তো।নিরাপত্তার জন্য জানা জরুরি আপনার নামে কয়টি সিম নিবন্ধিত রয়েছে।কিভাবে জানবেন? কোন অপারেটরের কয়টি সিম বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত হয়েছে। বর্তমানে যেকোনো গ্রাহক তার জাতীয় পরিচয়পএ / পাসপোর্ট / ড্রাইভিং লাইসসেন্স / জন্ম নিবন্ধন সনদরের বিপরীতে কয়টি সিম নিবন্ধন হয়েছে সেটা সহজে যাচাই করার সুযোগ করে দিয়েছে বিটিআরসি।









ডায়াল করলে একটি অপশন আসবে যাতে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লেখার জন্য বলবে। এখন আপনি আপনার এনআইডির শেষ চারটি সংখ্যা চাপুন। এবার Wait করুন। কিছুক্ষণের মধ্যে আপনার নিকট একটি ফিরতি মেসেজ আসবে। সেখানে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে তার বিস্তারিত চলে আসবে।
সতর্কতা: এনআইডিতে নিবন্ধিত কোনো সিম আপনার না হলে বুঝতে হবে আপনার বায়োমেট্রিক (হাতের ছাপ) ও আপনার এনআইডি মিসইউজ হচ্ছে। আপনি এ ক্ষেত্রে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর কাস্টমার কেয়ারে যোগাযোগ করে তা বন্ধ করে দিতে পারেন। কিংবা চাইলে সিমটি রিপ্লেস করেও নিতে পারেন আর যদি জানতে চান কে আপনার পিছনে লেগেছিল তাহলে আইনি পদ্ধতির আশ্রয়ও নিতে পারেন।
গ্রাহক সেবাকেন্দ্র থেকে বাড়তি বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করা যাবে।
তাছাড়া আপনি চাইলে বাড়তি সিম গুলো মালিকানা পরিবর্তন করতে পারবেন।
গ্রাহক সেবাকেন্দ্র থেকে বাড়তি বা অপ্রয়োজনীয় সিম বন্ধ করা যাবে।
তাছাড়া আপনি চাইলে বাড়তি সিম গুলো মালিকানা পরিবর্তন করতে পারবেন।
এখনই সতর্ক হয়ে যান এবং বাড়তি যদি কোন সিম কার্ড রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এখনই কাস্টমার কেয়ারে গিয়ে আপনার নির্ধারিত সিম কার্ড ছাড়া বাকি সিম কার্ড গুলো বন্ধ করে দিন।
#Information: Collected.
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
ধন্যবাদ
#ফলো_দিয়ে_সাথেই_থাকুন।
মেগা পোস্টঃ ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।


No comments:
Post a Comment