Tuesday, 19 October 2021

সাধারন জ্ঞান -০১


 

বর্তমান সময়ের জন্য প্রয়োজনীয় কিছু সা

ধারণ জ্ঞান।
১. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারে কে?
উ: কামরুল হাসান
২. জাতীয় পতাকার দের্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
উ: দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬ বা ৫:৩
৩. জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ কত?
উ: পতাকার ৪ ভাগের ১ অংশ
৪. আমাদের জাতীয় পতাকার রূপকার কে?
উ: চিত্রশিল্পী কামরুল হাসান
৫. কে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন?
উ: তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আবদুর রব
৬. সর্বপ্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
উ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার এক ছাত্র সমাবেশে
৭. সর্বপ্রথম কখন জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
উ: ২ মার্চ ১৯৭১
৮. বহির্বিশ্বে কোথায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
উ: কলকাতাস্থ তৎকালীন পাকিস্তান হাই কমিশনে
৯. কলকাতা হাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করে কখন?
উ: ১৮ এপ্রিল ১৯৭১
১০. বাংলাদেশের জতীয় পতাকার সঙ্গে কোন দেশের পতাকার মিল আছে?
উ: জাপানের
১১. বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর
১২. বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৩. বাংলাদেশের জতীয় সংগীতে মোট কত লাইন রয়েছে?
উ: ১০টি
১৪. বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজি অনুবাদ করেন কে?
উ: সৈয়দ আলী আহসান
১৫. কোনো অনুষ্ঠান বা উৎসবে জাতীয় সংগীতের কতটুকু বাজানো হয়?
উ: প্রথম চার লাইন
১৬. বাংলাদেশের রণসংগীত কে রচনা করেন?
উ: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
১৭. বাংলাদেশের রণসংগীত কোন কবিতার অংশবিশেষ?
উ: চল চল কবিতার
১৮. বাংলাদেশের রণসংগীত কোন কাব্যের অন্তর্গত?
উ: সন্ধ্যা কাব্য
১৯. রণসংগীতটি কোন পত্রিকায় প্রখম প্রকাশিত হয়?
উ: শিখা পত্রিকায়
২০. কোন অনুষ্ঠানে রণসংগীতের কত লাইন বাজানো হয়?
উ: ২১ লাইন
২১. ২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উ: ১৯৮০ সালে
২২. বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
উ: এ.এ. সাহা
২৩. বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচিয়তা কে?
উ: সেলিনা রহমান
২৪. ক্রীড়া সংগীতের সুরকার কে?
উ: খন্দকার নূরুল আলম
২৫. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আকেন?
উ: মেজর।
১. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উ. ইসলাম খান
২. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন?
উ. সম্রাট আকবর
৩. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
উ. ২০০০ সালে
৪. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
উ. কোনাবাড়ি
৫. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
উ. ২০০০ সালে
৬. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উ. মূল্য সংযোজন কর (VAT)
৭. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উ. বরেন্দ্র গবেষণা জাদুঘর
৮. বাংলাদেশর বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উ. বেনাপোল
৯. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
উ. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী
১০. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উ. নওয়াব আবদুল লতিফ
১১. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
উ. ফজলুর রহমান খান
১২. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
উ. ২৮টি
১৩. কুমিল্লার বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান
১৪. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উ. ইরাক
১৫. সতীদাহ প্রথা কবে রহিত করা হয়?
উ. ১৮২৯ সালে

No comments:

Post a Comment

Featured Post

Samsung Galaxy S22 Ultra price in Bangladesh

Mobile Phone Price in Bangladesh   Samsung Galaxy S22 Ultra Brand:   Samsung Category: Smartp hones AT A  GLANCE: Display :  6.8" Dyna...